Pages

Subscribe:

শনিবার, ২৩ জুলাই, ২০১১

ইয়াহু এ্যান্সার

আমরা যারা মাইক্রোওয়ার্কারস এ কাজ করার উদ্দেশ্যে প্রবেশ করেছি তারা নিশ্চয়ই Yahoo answer শব্দটির সাথে পরিচিত। এই কাজটি সফলভাবে করতে পারলে আপনি পাবেন ২০-২৫ সেন্ট। তবে কাজের সঠিক প্রসেসিং জানা থাকলে কাজটি অত্যন্ত সহজে এবং অল্প সময়ে করতে সক্ষম হবেন। তবে অবশ্যই ইমপ্লোয়ারের চাহিদাকে পূরনের চেষ্টা করতে হবে সবসময়।
yahoo answer অনলাইন থেকে আয়, আমি সফল আপনিও হবেন ইনশাল্লাহ পর্ব ৪ (বিষয় ইয়াহু এ্যান্সার) | Techtunes
এবার আসুন কি চায় একজন ইমপ্লোয়ার?
এ ধরনের কাজে বেশিরভাগ ক্ষেত্রে একজন ইমপ্লোয়ার বলে যে, যিনি Yahoo answer এর কাজটি করবেন অবশ্যই তার একটি লেবেল টু সমৃদ্ধ আইডি থাকতে হবে। কেননা  Level 2 যুক্ত আইডি না হলে আপনি কখনই Dofollow লিংক ব্যবহার করতে পারেবেন না। এখানে ইমপ্লোয়ারের মূল উদ্দেশ্যই হচ্ছে Dofollow লিংক ব্যবহারের মাধ্যমে তার কোন সাইটের প্রচারনা চালানো। দ্বিতীয় যে বিষয়টি থাকে সেটি হচ্ছে যেকোন বিষয়ভিত্তিক প্রশ্নের উত্তর দিতে হবে যেটি আপনি Yahoo answer এ গিয়ে সার্চ করলেই পাবেন। তৃতীয় যেটি চাইতে পারে সেটি হচ্ছে উত্তরটি অবশ্যই ২০-৩০ শব্দ কিংবা বায়ারের ইচ্ছানুযায়ী হতে পারে। তবে এটি খুব সহজেই একাউন্ট করতে পারবেন এমএস ওয়ার্ড সফটওয়্যার এর মাধ্যমে।
কিভাবে হবে Level 2?
Yahoo answer এর মধ্যে বেশ কিছু ভাগ আছে যার একেক ভাগের সুযোগ সুবিধা একেক রকম। এখানে যেহেতু Level 2 সম্পর্কে বলা হয়েছে আমরা সেটিই বোঝার চেষ্টা করব। এটি অনেকটা ছোট গেমসের মত। আপনি যখন এখানে কাজ শুরু করবেন অর্থাৎ প্রশ্নের উত্তর দেয়া শুরু করবেন তখন আপনাকে দেয়া হবে ১০০ পয়েন্ট আর প্রতিটি উত্তরে পাবেন ২ পয়েন্ট তবে প্রতিদিন উত্তর দিতে পারবেন সর্বোচ্চ ২০ টি। পাশাপাশি আপনি যদি কোন প্রশ্ন করেন তবে আপনার মোট পয়েন্ট থেকে কাটা যাবে ৫ পয়েন্ট। এখানে আমরা যেহেতু Level 2 করার চেষ্টা করব সেহেতু প্রথমে কোন প্রশ্ন করব না। কেননা মাত্র কয়েকদিন যদি এখানে প্রশ্নের উত্তর দেই তবেই আমাদের পয়েন্ট ২৫০ ওভার করবে এবং আমরা পাব আমাদের কাঙ্খিত সেই স্থান Level 2। ও হ্যাঁ, আরকটি কথা তো বলাই হয়নি কখনো যদি আপনার কোন উত্তর Best answer হিসেবে গ্রহনযোগ্য হয় তবে আপনি পাবেন বোনাস ১০ পয়েন্ট। এবার নিজেই ভাবুন লেবেল টু করা খুব বেশি কষ্টকর হবে কিনা।
Level 2 সমৃদ্ধ একটি একাউন্ট থাকলে খুব সহজেই আপনি উপার্জন করতে পারেন প্রতিনিয়ত কিছু অর্থ পাশাপাশি আপনার নিজের সাইটের জন্যও মার্কেটিং করতে পারেন একইভাবে। তবে অবশ্যই লক্ষ্য রাখবেন যেন প্রশ্নের উত্তর অপ্রাসঙ্গিক কিংবা ঘন ঘন Dofollow লিংকের ব্যবহার না ঘটে। তা হলে গাইড লাইন অমান্য করার দায়ে আপনার একাউন্টটি হয়তো চিরদিনের জন্য বন্ধ করে দিবে Yahoo কতৃপক্ষ। যতটুকু জানি বলার চেষ্টা করেছি মাত্র এটুকু সঠিকভাবে অনুসরন করলে আপনিও মাইক্রোওয়ার্কারস থেকে আয় করতে পারবেন ইনশাল্লাহ।

এক দিনে এক হাজার ফেসবুক ফ্যন

**আমাদের অনেকের ওয়েব সাইটের ফেসবুক ফ্যন পেইজ রয়েছে কিন্তু চিন্তার বিষয় হল তেমন বেশি ফ্যন নেয়। আর তাই এই টিউন টি করা ।
** এই    লিংক এ গিয়ে  REGISTRATION  করে কাজ শুরু করে দিন । এর পরে দেখবেন আপনার ফ্যন এর অভাব নেই ।
FANSLAVE
** REGISTRATION করা হয়ে গেলে আপনার একাউন্ট LOGIN করুন ।
** এর পর Your Account >> Overview যান এখানে আপনার Credit ও Cash Amount দেখাবে । ডান পাশে add new fanpage এ আপনার ফ্যন পেইজ টি ঠিক করে নিন । বাম পাশে কয়েকটি ফ্যন পেইজ আসবে । আপনি যত বেশি পেইজ লাইক করবেন আপনার তত Credit ও Cash Amount বাড়বে । এই Credit ও Cash Amount দিয়ে ফ্যন বাড়তে থাকবে ।

সার্চ ইন্জিন অপটিমাইজেশন [পর্ব-৪]

squido.com একটি জনপ্রিয় social networking website.এর page rank ৭ । squidoo.com থেকে backlink নিতে আপনাকে প্রথমে
squidoo.com এ যেতে হবে ।account খুলে mail verification করতে হবে ।তারপর squidoo.com এর my dashboard click করতে হবে ।dashboard এ গিয়ে my profile click করতে হবে ।ওখানে personal info তে দেখবেন name, screen name, default photo, default bio. এখন default bio তে গিয়ে আপনার website এর নাম add করে দেন ।আপনাকে অবশ্যই squidoo lens এ comment module রাখতে হবে ।যদি আপনার website এর rss feed থাকে ।rss feed module
ওখানে সংযোজন করুন ।squidoo.com এর হোম page এর page rank বেশী ।কিনতু আপনার profile page এর
দেখাগেলো page rank বেশী নয় ।squidoo.com এর home page এ backlink লাগানো খুব কঠিন ।কিনতু squidoo.com
এর high rank page এ আপনি আপনার website এর link লাগাতে পারবেন ।page গুলো খোজার জন্য এই software
টি download করেন ।এরপর google.com এ গিয়ে squidoo.com search দেন ।high rank আলা page গুলো
প্রথমেই আসবে ।ওই সব page এ গিয়ে আপনি comments এর ভিতরে আপনার সাইটের link দেন ।screen shot
সহ আমার ওয়েবসাইট www.viruscaptive.com
প্রকাশ করা হল ।
আরেকটা কথা আপনর link সেট করর সাথে সাথে কিনতু আপনি www.backlinkwatch.com এ গিয়ে check করে পাবেন না ।indexing
হওয়র জন্য ৭ দিন সময় লাগে ।আমি আমার ওয়েবসাইট www.viruscaptive.comকে ৫০০ high page rank ডাইরেকটরিতে সাবমিট
এর কাজ শুরু করেছি ।আপনারা যদি কেউ আপনার website টি ৫০০ directory তে সাবমিট করতে চান তাহলে আমাকে বলতে পারেন ।শুধু internet
বিল এর খরচটা দিলেই হবে

সার্চ ইন্জিন অপটিমাইজেশন [পর্ব-৩]

আমরা নিজের সাইটের page rank এবং ভিজিটর বাড়ানোর জন্য অনেক চেষটাই করি।কিনতু backlink বাড়ানো খুব সহজ নয় ।এজন্য অনেক ধৈয্য প্রয়োজন।seo জানলেই শুধু হয় না ।সঠিক পরিকলপনা নিয়ে এগুতে হয় ।আজ আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে social networking site কে backlink হিসেবে ব্যবহার করা যায়।Facebook সারা world এ খুবই জনপ্রিয় ।এটার pagerank ১০ ।আমরা facebook কে backlink হিসেবে use করতে পারি ।কিভাবে করবো সেটা এখন আমি দেখাবো ।আমরা সবাই facebook এ কমবেশী status লিখি ।অনেকে status এর মধ্যে নিজের সাইটের প্রচার করে ।তাতে কিনতু সাইটের backlink তৈরি হয় না ।Facebook তৈরি করেছে Tagk application ,যার মাধ্যমে আপনারা আপনাদের website এর backlink নিতে পারবেন ।এছাড়া আপনার website এর facebook fan page তৈরি করেও link বাড়াতে পারেন । squidoo.com একটি জনপ্রিয় social networking ওয়েবসাইট ।আগামী episode এ squidoo এবং twitter কে কিভাবে backlink হিসেবে ব্যবহার করা যায় সেটা দেখাবো ।গত লেখায় আমি infolinks এবং clicksor নিয়ে টিউন করেছিলাম এবং উদাহরণ হিসেবে ads আমর website http://wwwbangladesh-next.com এ দেখিয়েছিলাম । এই ১৪ দিন use করার পর দেখলাম clicksor এ click প্রতি আমার আয় 1 cent এবং infolinks এ 5 click প্রতি আয় 1 cent. আমার adsense aprove হওয়ায় আমি ২ টা কেই বাদ দিয়েছি । ধন্যবাদ সবাইকে ।আমার website http://www.bangladesh-next.com ভিজিট করে review দিন ।

সার্চ ইন্জিন অপটিমাইজেশন [পর্ব-২]

আসলে কিছু comments পড়ে মনে হল আমাকে seo নিয়ে টিউন আরো গভীর থেকে শুরু করা উচিত ছিল।
আজকে সেটাই করবো।নিচে আপনাদের বোঝার সুবিধার জন্য কিছ সংজ্ঞা দেয়া হল।
PAGE RANK :
page rank হল Google উৎপাদিত একটি মূল্যমান যা ওয়েবে website টি কতটা Important তা
প্রকাশ করে। সাধারনত যখন আপনার websiter link অন্য website এ থাকবে, google এটিকে
১টি ভোট হিসেবে count করে।যতগুলো ভোট বিভিননো website এর page থেকে count হবে ততই
Google এর কাছে আপনার সাইটের গুরুততো বাড়বে।তবে সেই website গুলোর Rank যদি 0 হয়
তাতে আপনার কোন লাভ হবে না।এবং websiter কোন page এ আপনি backlink পেয়েছেন এবং
সেই page টা ঐ websiter কতটা গুরুততোপূন google সেটাও count করে।
Blog Do Follow :
search engine spider সবসময় do follow link count করে।যদি কোন Do follow blog
এ আনার সাইটের link থাকে সেটি Google এর কাছে Backlink হিসেবে গন্য হবে।সাথে আপনি
ভিজিটরও পাবেন।
Blog No Follow :
No follow হল Do follow এর বিপরীত।No follow blog এর link কে search engine
spider backlink হিসেবে গন্য করে না। কিনতু ঐ লিঙ্ক এর সুবিধা হল ওখান থেকে আপনি ভিজিটর পাবেন।
BACKLINKS :
Backlinks হল অন্য website এ থাকা আপনার website এর লিঙ্ক সেটা আপনার বিজ্ঞাপন ও হতে পারে
আবার আপনার যে কোন comments এর মাধ্যমেও দিতে পারেন তবে comments টি যদি website
owner delete করে দেয় তাহলে ওটা আর আপনার backlinks থাকলো না।
Link Building : Link building মানে হল অনবরত ভাবে আপনার backlink বাড়িয়ে যাওয়া।
ধরেন এই মাসে আপনি web directory তে সাবমিট করে, forum posting এবং blog comments
করে ৫০ টি backlink পেয়েছেন, সামনের মাসে আপনি আবার নতুন নতুন directory,foru,blog
এ সাবমিট চালিয়ে যাওয়াটাই link building.
আশাকরি এবার নতুনরা বুঝবেন এবং আমি আলোচনা সামনের দিক চালিয়ে যেতে পারবো।
ধন্যবাদ সবাইকে।

সার্চ ইন্জিন অপটিমাইজেশন [পর্ব-১]

আপনাদের ভাল ভাল  comments পেয়ে কাজ শুরু করলাম।আমি seo নিয়ে তেমন কিছু জানি না।যেটুকু জানি সেটুকু share করতে চাই।যারা অভিজ্ঞ তাদের কাছে আগে থেকে ক্ষমা চেয়ে নিচছি।আপনি ধরেন নতুন ১ টি website খুলেছেন এবং সেখানে ভাল ভাল post করেছেন কিনতু আপনার সাইটে দিনে ১০ টার বেশি ভিজিটর আসে না।আসলে ভিজিটর যদি না জানে আপনার একটি তথ্যবহুল website আছে তহলে সে কিভাবে আসবে৷আপনার প্রথম কাজ হল ভিজিটরকে জানানো বা
সাইটের প্রচার করা৷এখন এই প্রচার আপনি কিভাবে শুরু করবেন৷Facebook, Twiter থেকেই সাধারনত সবাই শুরু করে৷তাতেও দেখা যায়
দিনে ২০ টার বেশী ভিজিটর আসছে না৷আপনি অধৈয্য হয়ে শেষে আপনার সাইট update করাই ছেড়ে দিলেন।আপনার এই পড়াজয়ের প্রধান
কারন হল আপনি seo জানেন না।তাহলে প্রথম থেকে শুরু করি।আপনার একটি website আছে।যার  page rank 0 কিনতু আপনার
content ভালো।আপনার visitor ও বাড়ছে না page rank ও বাড়ছে না।ধরুন বাংলাদেশের একটি জনপ্রিয় website
www.shamokaldarpon.com । এটার pagerank 5 ৷২০০/৩০০ visitor এই সাইট প্রতিদিন visit করে।আপনাকে
জানতে হবে কিভাবে এত visitor ঐ website পেল।এবং কিভাবে ওটার pagerank 5 হল।আগে আসেন এই সাইট টা আমরা
operation করি।www.backlinkwatch.com এ যান www.shamokaldarpon.com লিখে search
দেন।দেখবেন বিভিননো website এ তাদের প্রায় ১০০০ backlinks আছে।সেগুলো কোনো না কোনো forum বা blog
বা website এর নাম।যেখানে মেহেদী আকরাম ভাই হয়তো তার articles post করেছেন আবার কোনটি তার নিজের
আবার কোনটি তার friend এর website যেখানে উনি backlink নিয়েছেন।সবকটা websiter pagerank চেক
করে দেখেন সবারই ভালো pagerank আছে ।সেই সব website থেকে যেমন তিনি visitor পান তেমন তারাও মেহেদী
ভাই  এর website থেকে visitor পাই।seo এর সবচেয়ে সহজ পদধতি হল আপনার website বিভিননো high page rank
আলা website এ সাবমিট করা।ওখানে সাবমিট করলে আপনি যেমন ওখান থেকে visitor পাবেন ঠিক তেমনি আপনার
website এর অনেক গুলো high page rank আলা backlink ও তৈরী হবে।আপনারা আমার আগের post গুলো
দেখেন যেখানে আমি directory এর তালিকা দিয়েছি।আপনাদের কে ওঐ তালিকা গুলো দেখে ১ট ১টি করে website গুলোতে
যেতে হবে এবং আপনার সাইটের url সাবমিট করতে হবে।যেটা একটু ধৈয্যের প্রয়োজন।ওখানে আপনার website
এর discription ও কী word submit করতে হবে।category select করতে হবে।category select
মানে হল আপনার  website এর বিষয় কোন catagory এর সাথে মিলে সেটা select করা।আর আপনি যদি ১০০ টা
web directory তে আপনার site submit করতে পারেন তাহলে আপনার visitor এর অভাব হবে না।সাথে
আপনার ১০০ টি high page rank ও তৈরী হয়ে যাবে।যা আপনার page rank খুব তাড়াতাড়া বাড়িয়ে দেবে।
seo এর ভিতর আরো আছে link building,forum post, blog post etc.
seo করে আপনার কি লাভ
  1. আপনার websiter visitor বাড়বে।
  2. আপনার websiter page rank বাড়বে।
  3. আপনার google adsense থেকে আয় বাড়বে।
  4. আপনার website দিয়ে আপনি Microworkers এর কাজ করে আয় করতে পারবেন।
  5. Affiliate marketing থেকে আয়ের পথ খুলে যাবে।
seo শুরু করতে যা দরকার
  1. আপনার websiter articles গুলোর জন্য apropiate key word select করা।
  2. আপনার websiter প্রতিটা pager url search engine গুলোতে submit kora।
  3. আপনার সাইটে sitemap থাকতে হবে এতে search engine গুলো সহজে আপনার articles গুলো খুজে পাবে।
  4. meta tag এর ব্যবহার জানতে হবে।
  5. আপনার websiter loading এর সময় কমাতে হবে।করন loading এ সময় বেশী লাগলে
search engine গুলো আপনার সাইট কে পেছনের দিকে ঠেলে দিবে।এজন্য flash ও java script এর
ব্যবহার না করা ভালো।
আজ অনেক ভূমিকা দিলাম ।আগামীতে আবার আলোচনা হবে।
ধন্যবাদ সবাইকে

কি ভাবে তৈরি unique content

আপনি যদি ব্লগার হন এবং যদি নিয়মিত ব্লগ লিখেন, তাহলে অবশ্যই জানেন Unique Content এর মূল্য কত? এ ও জানেন Unique Content তৈরি করা কতটা কঠিন।
আমি Unique Content তৈরি করার কিছু tricks জানি, যার একটি আজ আপনাদের সাথে শেয়ার করব। এই tricks ব্যবহার করে আপনি খুব সহজেই Copyscape এর বাধাঁ পার হতে পারবেন।
কিভাবে করবেন নিচে তা দেয়া হলো।
  • যেকোনো High Quality Article বাছাই করুন।
  • বাছাইকৃত Article কপি করে MS Word এ paste করুন।
  • অপ্রয়োজনীয় অংশ বাদ দিন, যা আপনি বুঝেন নাই তাও বাদ দিন। নইলে পরে comment এর ঊওর দিতে পারবেন না।
  • এখন আপনার নিজের কিছু অংশ যোগ করুন এবং সুন্দর করে সাজান।
  • এরপর Google Translator এ যান।
  • English টু Spanish ভাষায় translate করুন। আবার Spanish টু English ভাষায় translate করুন।
  • এবার English থেকে French এবং এরপর French থেকে German ভাষায় translate করুন।
  • সবশেষে German থেকে English এ translate করুন।
আপনি যা পেলেন তা ১০০% Unique Content যা Copyscape ও ধরতে পারবে না। তবে খুব বেশি (৫০% +) এই process অনুসরন করবেন না। খুব বেশি অনুসরন করলে আপনার ব্লগ এ আপনার নিজের কোনো creativity কিছু থাকবে না।
প্রমানঃ
  • পরলেই বুঝবেন Article টিতে অনেক change এসেছে।
  • Article টি আপনার ব্লগ এ post করুন। লিঙ্কটি দিয়ে Copyscape এ search করুন। দেখবেন Copyscape আপনার লিঙ্কটিকে unique বলবে।
  • Articles Submission সাইটে submit করে দেখতে পারেন। খুব সহজেই আপনার Article approve হবে।
টিউনটি ভাল লাগলে comment করবেন এবং আমার ব্লগটিতে ঘুরে আসবেন। এমন অনেক টিপস সেখানে পাবেন।

ঘুরে আসুন একটি পুরনাঙ্গ ব্লগ কমিউনিটি থেকে

ব্লগ, ব্লগার, ব্লগিং। এথাগুলোর সাথে আমরা সবাই ভাল ভাবেই পরিচিত। কেউ মনের খোড়াক মিটাতে ব্লগিং করে কেউবা অর্থ উপার্জন করতে। তবে, যে যা উদ্দেশ্য নিয়ে ব্লগিং করুক না কেন, ব্লগ এ কাঙ্খিত ভিজিটর না থাকলে কোন উদ্দেশ্যই সফল হয় না এটা আমরা সবাই জানি। এরই সুত্র ধরে আমরা ব্লগের জন্য মার্কেটিং করি অনেক জায়গায়, যাতে করে আমরা ভিজিটর পেতে পারি। কিন্তু কতটুকু সফল হই এভাবে তা আমরাই ভাল জানি। মাঝে মাঝে মার্কেটিং করতে যেয়ে অনেকের কটু কথাও কম শুনতে হয় না!
যাহোক পোষ্টের মূল আলোচনায় যাবার আগে এতটুকু বলে রাখি, এই পোষ্টের মাধম্যে আমি এমন একটি কমিউনিটি সাইটের ঠিকানা শেয়ার করবো যেটা সম্পূর্ণরূপে ব্লগারেদের জন্যই তৈরী। তো একে ব্লগা কমিউনিটি না বলে কি বলবেন? তবে হ্যা, সাইটি থেকে আপনি কিছুটা হলেও ফেসবুকেরও সাধ পাবেন !  তো চলুন মূল আলোচনায় …
আগেই বলে রাখি সাইটতে আপনি কি কি করতে পারবেন:
১. ফেসবুকের মত ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো এবং গ্রহন।
২. নিজের মত করে প্রোফাইল।
৩. স্টাটাস আপডেট, অন্যের পোষ্টে কমেন্ট।
৪. নিজের সব সাইটকে প্রোমোট করার সুবিধা।
৫. অন্যের সাইটকে ভোট ও ফলো করার সুবিধা।
৬. একে অন্যকে প্রাইভেট ম্যাসেজ পাঠাতে পারবেন।
৭. নিজের জন্য একটি প্রোফাইল গেজেট পাবেন, যা আপনার ব্লগ এ যুক্ত করতে পারবেন।
৮. আপনার সাইটের জন্য ফ্রি ট্রাফিক এবং মার্কেটিং করতে পারবেন।
৯. এছাড়াও আরো অনেক কিছু অপশন আছে, যা সাইটটিতে ভিজিট করলেই বুঝতে পারবেন। তবে হ্যা, সুবিধা গুলো পেতে আপনাকে অবশ্যই নিবন্ধিত হতে হবে।
এখানে ক্লিক করে সাইটটিতে ভিজিট ক