Pages

Subscribe:

শনিবার, ২৩ জুলাই, ২০১১

ঘুরে আসুন একটি পুরনাঙ্গ ব্লগ কমিউনিটি থেকে

ব্লগ, ব্লগার, ব্লগিং। এথাগুলোর সাথে আমরা সবাই ভাল ভাবেই পরিচিত। কেউ মনের খোড়াক মিটাতে ব্লগিং করে কেউবা অর্থ উপার্জন করতে। তবে, যে যা উদ্দেশ্য নিয়ে ব্লগিং করুক না কেন, ব্লগ এ কাঙ্খিত ভিজিটর না থাকলে কোন উদ্দেশ্যই সফল হয় না এটা আমরা সবাই জানি। এরই সুত্র ধরে আমরা ব্লগের জন্য মার্কেটিং করি অনেক জায়গায়, যাতে করে আমরা ভিজিটর পেতে পারি। কিন্তু কতটুকু সফল হই এভাবে তা আমরাই ভাল জানি। মাঝে মাঝে মার্কেটিং করতে যেয়ে অনেকের কটু কথাও কম শুনতে হয় না!
যাহোক পোষ্টের মূল আলোচনায় যাবার আগে এতটুকু বলে রাখি, এই পোষ্টের মাধম্যে আমি এমন একটি কমিউনিটি সাইটের ঠিকানা শেয়ার করবো যেটা সম্পূর্ণরূপে ব্লগারেদের জন্যই তৈরী। তো একে ব্লগা কমিউনিটি না বলে কি বলবেন? তবে হ্যা, সাইটি থেকে আপনি কিছুটা হলেও ফেসবুকেরও সাধ পাবেন !  তো চলুন মূল আলোচনায় …
আগেই বলে রাখি সাইটতে আপনি কি কি করতে পারবেন:
১. ফেসবুকের মত ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো এবং গ্রহন।
২. নিজের মত করে প্রোফাইল।
৩. স্টাটাস আপডেট, অন্যের পোষ্টে কমেন্ট।
৪. নিজের সব সাইটকে প্রোমোট করার সুবিধা।
৫. অন্যের সাইটকে ভোট ও ফলো করার সুবিধা।
৬. একে অন্যকে প্রাইভেট ম্যাসেজ পাঠাতে পারবেন।
৭. নিজের জন্য একটি প্রোফাইল গেজেট পাবেন, যা আপনার ব্লগ এ যুক্ত করতে পারবেন।
৮. আপনার সাইটের জন্য ফ্রি ট্রাফিক এবং মার্কেটিং করতে পারবেন।
৯. এছাড়াও আরো অনেক কিছু অপশন আছে, যা সাইটটিতে ভিজিট করলেই বুঝতে পারবেন। তবে হ্যা, সুবিধা গুলো পেতে আপনাকে অবশ্যই নিবন্ধিত হতে হবে।
এখানে ক্লিক করে সাইটটিতে ভিজিট ক

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন