যাকলিংক পাবার সহজ উপায়:
যারা ওয়েব সাইট বা ব্লগসাইট থেকে টাকা আয় করতে চান তাদের জন্য প্রথম শর্ত হলো ভিজিটর। আপনার সাইটে যদি ভিজিটর না আসে তাহলে টাকা আয়ের স্বপ্ন দেখা বৃথা যাবে। যতই ভাল তথ্য থাকুক না কেন। কম-বেশি সকলেই জানি যত বেশি ভিজিটর ততবেশি ইনকাম। আর আপনার সাইটে ভিজিটর আসবে কিভাবে?
আজ আপনাদের সাথে ভিজিটর পাবার সহজ উপায় গুলো শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
ব্যাকলিংক পাবার সহজ উপায়:
১। ব্লগ কমেন্ট : আপনার যদি একটি সাইট থাকে তাহলে ভিজিটর পাবার সহজ উপায় হলো ব্লগ কমেন্ট।ইন্টারনেটে হাজার হাজার ব্লগ সাইট আছে যেখানে আপনি কমেন্ট করার মাধ্যমে আপনার সাইটের লিংক শেয়ার করতে পারেন। তবে সাইটটি ভাল PR হতে হবে। আমার একটি PR#2 ব্লগ সাইট আছে যেখানে কমেন্ট করে আপনার সাইটের জন্য ভিজিটর বৃদ্ধি করতে পারেন। ভিজিটর পাবার জন্য এখানে ক্লিক করুন।
২।লিংক সাবমিট: আপনার ওয়েব সাইটের লিংক সাবমিট করতে পারেন বিভিন্ন সাইটে। লিংক সাবমিট করার সবচেয়ে ভাল মাধ্যম হলো সার্চ ইঞ্চিন ও ডিরেক্টরিতে লিংক সাবমিট করা।লিংক সাবমিট করার জন্য এখানে ক্লিক করুন।এখানে ফ্রি সার্চ ইঞ্চিন ও ডিরেক্টরি লিস্ট পাবেন।
৩। লিংক বিনিময়: আপনি আপনার সাইটের লিংক বিনিময় করেও শতশত ভিজিটর পেতে পারেন।লিংক বিনিময় বিষয়টি হলো আপনি একটি সাইট ভিজিট করলে আপনার সাইটের জন্যও একজন ভিজিটর পাবেন।লিংক বিনিময় করার জন্য এখানে ক্লিক করে সাইন আপ করে আপনার সাইটের লিংক রাখুন এবং অন্যদের সাইট ভিজিট করুন।
আর যারা টাকার বিনিময়ে ব্যাকলিংক পেতে চান আমাকে মেইল করতে পারেন।স্বল্প খরচে মেনুয়ালি ব্যাকলিংক পেতে পারেন। আপনার সাইটে শত শত ভিজিটর পেলে এ টাকা উঠতে মাত্র কয়েক দিন লাগবে। যোগাযোগ করুন: rasel.hossen@yahoo.com
আজ এ পর্যন্ত্যই, সাথে থাকার জন্য ধন্যবাদ।
পরবর্তীতে ব্যাকলিংক পাবার আরো সহজ উপায় নিয়ে আলোচনা করা হবে।
বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০১১
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন